‘১০৩২৩ শিক্ষক’ নিয়ে কী করতে চায় ত্রিপুরা সরকার তা হলফনামা দিয়ে জানিয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল, সরকারের বক্তব্য এবং এই শিক্ষকদের ব্যাপারে কী ভাবছে, তা বিশদে হলফনামা দিয়ে জানাত, বলেছেন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ। গত ১৯ জুন সুপ্রিম কোর্টে ১০৩২৩ শিক্ষকদের মামলা উঠেছিল সুপ্রিম কোর্টে।
রতন লাল নাথ সন্ধ্যায় মহাকরণে বলেছেন, সরকার হলফনামা দিয়ে বলেছে কোর্ট অনুমতি দিলে রাজ্য সরকারের বিভিন্ন দফতরের খালি পদে এই শিক্ষকদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। এই নিয়োগের জন্য ওপেন এডভারটাইসমেন্ট না কারারও অনুমতি চেয়েছে সরকার।
কিছুদিন আগে এই শিক্ষকদেরই একটি অংশের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেছিলেন, আদালতে যাইহোক, সরকার তাদের ব্যবস্থা করবে। শিক্ষামন্ত্রী আগেও বিকল্প ব্যবস্থার কথা বলেছেন। এক অনুষ্ঠানে তিনি এও বলেছিলেন, তিনি বেঁচে থাকলে ব্যবস্থা একটা হবেই।