সিপাহিজলা জেলায় স্ট্রিট এক্সিডেন্টে মারা গেছেন দুই যুবক, দীপেশ রূপিনি(২২) এবং দীরেশ ত্রিপুরা (১৯)। দু’জনেই ত্রিপুরার কেন্দ্রীয় সংশোধনাগারের কোয়ার্টারে থাকতেন, তাদের বাবারা সেখানে চাকরি করেন।
কোয়ার্টার থেকে বেরিয়ে নতুন কেনা বাইকে তারা বিশালগড়ের দিকে আসছিলেন গতকাল রাত নয়টার দিকে। এসডিএম অফিসের সামনে একটি ল্যাম্পপোস্টে ধাক্কা খায় তাদের বাইক। মানুষের বক্তব্য, খুব বেশি স্পিড থাকাতেই এই অবস্থা।
ফায়ার সার্ভিস এসে তাদের হাসপাতালে নিয়ে আসেন। দীপেশ ‘ব্রট ডেড’ বলেন ডাক্তার। দীরেশকে আগরতলার জিবিপি হাসপাতালে পাঠানো হয়েছিল, সেখানে মারা গেছেন বলে জানা গেছে।
সিপাহিজলার ওপর দিয়ে যাওয়া এই রাস্তায় ঘন ঘন এক্সিডেন্ট হয়, মানুষ মারা যান। গতসপ্তাহেই এক তরুণী মারা গেছেন। বছর খানেকের মধ্যে সবচেয়ে বড় ঘটনা, বিজেপি’র সভা ফেরত একটি বাসের সাথে একটি যাত্রী জীপের ধাক্কায় একই স্কুলের বেশ কয়েকজন শিক্ষক মারা যান।
এই রাস্তায় যাত্রীবাহী বাস কিংবা অন্য গাড়ি খুবই বেপরোয়া। ট্রাফিক রুলসের তোয়াক্কা না করে আঁকা-বাঁকা হয়ে চলে গাড়ি।
এই এক্সিডেন্ট কমানোর জন্য সরকারের নির্দিষ্ট কোনও পরিকল্পনা আছে বলে, জানা নেই। পুলিশ সক্রিয় সামান্যই।