প্ৰথম খবর

কাল থেকে আনলক ১১ আগস্ট পর্যন্ত। লক-আনলকে পার্থক্য খুব বেশি নয়।

By Master

August 03, 2020

আট দিনের লকডাউন শেষে ত্রিপুরায় আগামীকাল শুরু হচ্ছে ‘আনলক ওয়ান’।  এই পর্যায় ১১ আগস্ট পর্যন্ত। লকডাউনের অনেক কিছুই বজায় থাকছে। ব্যবসায়ী প্রতিষ্ঠান,শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার,  সিনেমা হল, সভা, দোকান, বার, ইত্যাদি বন্ধ থাকছে।

এক জেলা থেকে আরেক জেলায়,  আন্তরাজ্য পরিবহন বন্ধ থাকবে। জেলার ভেতর চালু হবে পরিবহন এবং প্রাইভেট গাড়ি চলাচল, মোটা হিসাবে লকডাউনের সাথে পার্থক্য এটাই। কোনও পাব্লিক প্লেসে দশ জনের বশি একসাথে হওয়া যাবে না। কনটেনমেন্ট জোনে লকডাউন ৩১ আগস্ট পর্যন্ত। নাইট কার্ফিউ যেমন আছে, তেমনই, ৩১ আগস্ট পর্যন্ত। সসরকারী-বেসরকারী অফিস আধা কর্মী নিয়ে চলবে। অত্যাবশ্যকীয় পরিসেবা, মুদি-দুধের দোকান,ইত্যাদি খোলা যাবে। দিনের নির্দিষ্ট সময়ে মদও বিক্রি করা যাবে।