প্ৰথম খবর

ত্রিপুরায় এক ডাক্তার অভিযোগ আনলেন জেলা শাসকের বিরুদ্ধে।

By Master

August 05, 2020

ত্রিপুরায় এক জেলা শাসকের বিরুদ্ধে অভিযোগ করেছেন এক ডাক্তার।  সরকারী কাজে গিয়ে জেলা শাসক, ডাক্তারকে অপমানজনক কথা বলেছেন, এবং তার নারীত্বে তা লেগেছে বলে চিঠি দিয়েছেন স্বাস্থ্য দফতরের ডিরেক্টরকে।

গোমতী জেলার শাসকের বিরুদ্ধে এই অভিযোগ উদয়পুরের মহকুমা হাসপাতালের ডাক্তার নিষ্ঠা দাসের। তিনি গতকাল এই চিঠি দিয়েছেন।

চিঠিতে তিনি লিখেছেন, এসডিএমও’র ফোন পেয়ে তিনি গেছেন ডাঃ বি সি দে’র চেম্বারে। তাকে শুধু বলা হয়েছিল, জেলা শাসক মহকুমা স্বাস্থ্য আধিকারিককে বলেছেন একজন ডাক্তার পাঠাতে। ডাঃ বি সি দে’র চেম্বার তাকে পরিদর্শন করতে বলেন জেলা শাসক। তিনি পরিদর্শন করে এলে তাকে ধমক দেন, যারা কাছাকাছি দাঁড়িয়ে ছিলেন, তাদের সামনে গালাগাল দেন।ভাষা এমন ছিল যে তার নারীত্বও অপমানিত হয়।

গোমতীর জেলা শাসক তরুণ কান্তি দেবনাথকে ফোন করলেও, তিনি ধরেননি, ফলে তার বক্তব্য দেয়া গেল না।

ত্রিপুরায় আগে এইরকম অভিযোগ শোনা গেছে বলে মনে করা যাচ্ছে না , একজন বরিষ্ঠ সাংবাদিক বলেছেন।