কোভিডে ত্রিপুরায় আরও তিন জন মারা গেছেন।
স্বাস্থ্য দফতরের বুলেটিনে এখন মোট মৃত্যুর সংখ্যা ৪০, গতকাল সেটা ছিল ৩৭।
একজন তেলিয়ামুড়ায়, একজন বিএসএফ থেকে, এবং একজন আগরতলার টাউন প্রতাপগড়ের মারা গেছেন বলে খবর।
বিএসএফ জওয়ান যিনি মারা গেছেন, তিনি উত্তরাখণ্ডের বাসিন্দা। ত্রিপুরায় মোহনপুর মহকুমায় ছিলেন।
জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়েছিল গত রাতে।
তেলিয়ামুড়া মহকুমার একজন কয়েকদিন ধরে সর্দি-জ্বরে ভুগছিলেন। ডাক্তার না দেখিয়ে, বাজার থেকে ওষুধ কিনে খাচ্ছিলেন। আজ খুব ভোরে মারা যান ৪৫ বছরের তিনি।
ঘটনা শুনে, প্রতিবেশিরা মৃত মানুষটির করোনা টেস্ট করানোর কথা বলেন।
খবর শুনে এলাকায় যায় তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান নিতিন সাহা তেলিয়ামুড়া হাসপাতালে দেহ পাঠানোর ব্যবস্থা করেন। দুপুর দু’টো নাগাদ টেস্টে ধরা পড়ে, মৃত মানুষটি কোভিড পজিটিভ ছিলেন।
আগরতলার টাউন প্রতাপগড়ের যিনি মারা গেছেন তিনিও বেশ কিছুদিন ধরেই জ্বর-সর্দিতে ভুগছিলেন।
স্বাস্থ্য দফতরের বুলেটিনে আজ কোভিডে মৃতের সংখ্যা তিন বেড়েছে, তারা খবরে লেখা তিনজনই কিনা, তা যাচাই করে দেখা যায়নি।
File Image
COMMENTS