ত্রিপুরায় আরেকজন বিধায়ক কোভিড পজিটিভ বলে শনাক্ত হলেন। রাইমাভ্যালির আইপিএফটি বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা কোভিড আক্রান্ত হয়েছেন। দুপুরে এন্টিজেন টেস্টে তা ধরা পড়েছে। তবে তার পরিবার অথবা আপ্ত সহায়ক, কেউই পজিটিভ নন বলে তিনি জানিয়েছেন।
তাকে এখন সাগরমহলের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। এখন তিনি গণ্ডাছড়া মহকুমা হাসপাতালে আছেন। ” এখন আমি গণ্ডাছড়া হাসপাতালে আছি, একটু পরে মেলাঘরের সাগরমহলের জন্য বের হব। আমার একটু সর্দি-জ্বর থাকায় টেস্ট করানো হয়,” ফোনে বলেছেন বিধায়ক। তার নাম লেখার অনুমতিও দিয়েছেন তিনি।
আগে, বিজেপি’র ত্রিপুরা প্রদেশের সহ-সভাপতি এবং বিধায়ক রামপদ জমাতিয়া কোভিড আক্রান্ত হয়েছেন। ধনঞ্জয় ত্রিপুরাসহ দু’জন বিধায়ক এখন ত্রিপুরায় আক্রান্তের তালিকায়