প্ৰথম খবর

নতুন আরও ৪৪৩ কোভিড আক্রান্ত শনাক্ত, মোট এগারো হাজার ছুঁই ছুঁই

By thepongkor

August 29, 2020

ত্রিপুরায় নতুন করে শুক্রবারে কোভিড আক্রান্ত শনাক্ত হলেন ৪৪৩ জন, মৃত্যুর সংখ্যা বেড়ে ৯৪ । একদিনে মারা গেছেন পাঁচ জন। সবাই পশ্চিম জেলার। পজিটিভিটি’র হার সেই দশের উপরেই ( স্টেট পোর্টালের সংখ্যা নিয়ে হিসাব করলে। স্বাস্থ্য দফতের দেয়া ব্যুলেটিনের সাথে এই তথ্যে কিছু ফারাক থাকে, দেখা গেছে )।

ত্রিপুরায় সবচেয়ে বেশি আক্রান্ত পশ্চিম জেলায়, ৩৫৬৯ জন, মারা গেছেন ৫১ জন। সবচেয়ে কম ঊনকোটি জেলায়, মোট আক্রান্ত ৫৭৮ জন,  আর মারা গেছেন ১ জন। এতদিন ঊনকোটি জেলা মৃত্যু শূণ্য ছিল, গতকালই একজনের মৃত্যু হয়েছে। উত্তর ও ধলাই  জেলায়ও মৃত্যুর সংখ্যা কম, দুই জন করে।

মৃত্যু হারে পশ্চিম জেলা সবার সামনে,  ১.৪২ শতাংশ, তারপরেই গোমতী জেলা, ১ শতাংশ।  ত্রিপুরায় এখন সুস্থতার হার ৬৪.৭০ শতাংশ।

বৃহস্পতিবারেই   দশ হাজার পেরিয়েছে মোট আক্রান্তের সংখ্যা,  এখন সেটা এগারো হাজারের কাছে।