দশদিন নিখোঁজ থাকার পর এক যুবকের দেহ উদ্ধার হয়েছে আজ কাঞ্চনপুরে। যুবকের নাম রিঙ্কু নাথ। তার বিরুদ্ধে বছর দুয়েক আগে একটি ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল।
ত্রিপুরার উত্তর জেলার ডাইনছড়ার বাসিন্দা বনমালী নাথ। দশদিন আগে তিনি কাঞ্চনপুর থানায় ডায়েরি করেছিলেন ছেলে রিঙ্কু নাথ নিখোঁজ।
তার আগের দিন রাতে রামচরণ এলাকার মানুষজন চিৎকার শুনতে পেয়েছিলেন। পুলিশে মিসিং ডায়েরি হবার পর এলাকায় যায় কাঞ্চনপুর থানার পুলিশ। তারা রামচরণ পাড়ার একটি স্কুল ঘর থেকে একটি রক্ত মাখা গেঞ্জি, তিনটি মার্বেল এবং লাঠি পেয়েছিলেন। স্কুলের রুমে ছিল রক্তের দাগ।
স্কুলের পাশের একটি কুয়ো থেকে দুর্গন্ধ পেয়ে, পাড়ার লোকজন পুলিশে খবর দেন। পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজন কুয়োটি থেকে একটি বস্তা তুলে আনেন। তাতেই ছিল রিঙ্কু নাথের গলিত দেহ। সেখানেই ময়না তদন্ত হয়। পরে দেহ তুলে দেয়া হয় বাড়ির লোকজনদের হাতে।