প্ৰথম খবর

ফুলদংশাইয়ে ১৩০ ভোটার দুই রাজ্যে!

By thepongkor

August 22, 2020

 

ত্রিপুরার জম্পুই হিলে একটি গ্রাম ফুলদংসাই। পাশেই মিজোরাম।

সেই গ্রামের ১৩০ নাম দুই রাজ্যের ভোটার তালিকাতেই আছে। তদন্ত শুরু হয়েছে এই নিয়ে।

জম্পুই হিল উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমায়। তার এসডিএম বিষয়টি জানিয়েছিলেন জেলা শাসককে। তারপরই জানাজানি হয়েছে।

 

জেলা প্রশাসনের এক অফিসার বলেছেন, মিজোরামে ২৭ আগস্ট ভিলেজ কাউন্সিল ভোট, এই সময়ে ফুলদংশাইয়ের ১৩০ জনের নাম মিজোরামের ভোটার তালিকায় তোলা হয়েছে, অথচ তারা বহুদিন ধরেই ত্রিপুরার ভোটার।

 

 

ত্রিপুরার রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা আইএএনএসকে বলেছেন,  তিনি রাজস্ব সচিব তনুশ্রী দেববর্মাকে বলেছেন, বিষয়টি তদন্ত করে,  তাড়াতাড়ি রিপোর্ট দেবার জন্য।

 

 

কোনও কোনও রাজনৈতিক দলও এই ব্যাপারে প্রতিবাদ জানিয়েছে।

 

উত্তর জেলার শাসক বলেছেন, তিনি কোয়ারান্টিনে আছেন, এই ব্যাপারে কিছু বলতে পারছেন না।

 

 

কাঞ্চনপুরের এসডিএম চান্দনি চন্দ্রন বলেছেন, রাজ্য সরকার সিদ্ধান্ত নিলেই তিনি কিছু করতে পারবেন।

 

 

 

তিনি জেলা শাসককে লিখেছেন, ফুলদংশাইয়ে ত্রিপুরা-মিজোরাম সীমানা চিহ্নিত করা দরকার।

 

 

ফুলদংশাই মিজোরামের পাশে ত্রিপুরার শেষ গ্রাম। একটি রাস্তার একদিক ত্রিপুরা,  অন্যদিক মিজোরাম। সেই হিসাবে গ্রামটির একটি অংশ মিজোরামের দিকে হলেও, ফুলদংশাই গ্রাম হিসেবে পুরোটাই ত্রিপুরার অংশ বলে চিহ্নিত।

 

আগরতলা

আইএএনএস ইনপুটসহ

ছবিঃ ফুলদংশাই। সৌজন্যঃ ত্রিপুরা ট্যুরিজম