প্ৰথম খবর

বাণিজ্যিক এলাকায় আবাসনে আপত্তি বাম যুব-শ্রমিক সংগঠনের

By Master

August 17, 2020

আগরতলার কামান চৌমোহনী এলাকায় আবাসন তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যেখানে বিবেকানন্দ মার্কেট, সেখানেই বহুতল উঠবে। আবাসন তৈরির সিদ্ধান্তের প্রতিবাদ করছে সিট্যু, ত্রিপুরা রাজ্য হকার্স ইউনিয়ন, ডিওয়াইএফআই, এবং টিওয়াইএফ। সোমবার এই চার সংগঠন কামান চৌমোহনীতে বিক্ষোভ দেখায়, বামপন্থী যুব, এবং শ্রমিক ও হকার ইউনিয়নের নেতা-কর্মীরা। সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানান গলায় ব্যানার ঝুলিয়ে। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়। পুলিশ তাদের সেখানে দাঁড়াতে দিতে রাজি ছিল না। প্রাক্তন সিপিআই(এম) সাংসদ সম্পাদক শঙ্কর দত্ত বলেছেন, আগরতলা পুর এলাকায় আবাসন তৈরি করার অনেক জায়গা আছে। আগের বামফ্রন্ট সরকারও আগে আবাসন তৈরি করেছে। কিন্তু বিজেপি সরকার যেখানে আবাসন গড়তে চাইছে সেটা রাজ্যের প্রধান বানিজ্যিক এলাকা। সেখানে বামফ্রন্ট সরকারের সময়েই শপিং মল তৈরির প্রকল্প হাতে নেয়া হয়েছিল। সেখানে বেকার যুবকরা যেমন ব্যবসা করতে পারবেন, তেমনি ফুটপাত হকার যারা আছেন, তাদের পুনর্বাসন দেয়া যায়। কিন্তু তা না করে, আবাসন করা ঠিক হচ্ছে না। একটা সময়ে বাম নেতা কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হতেও দেখা যায়। তাদের গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ।