বিচারবিভাগীয় হেফাজতে আবার মৃত্যু ত্রিপুরায়!

বিচারবিভাগীয় হেফাজতে আবার মৃত্যু ত্রিপুরায়!

বিচারবিভাগীয় হেফাজতে আরেকজনের মৃত্যু হল ত্রিপুরায়। কমলপুরের সংশোধনাগারে মারা গেছেন সুজিত গৌড়। তার পরিবার এই মৃত্যুতে সন্দেহ প্রকাশ করেছেন।
ত্রিপুরায় পর পর পুলিশ ও বিচারবিভাগীয় হেফাজতে মৃত্যুর খবর হচ্ছে।

গোমতীজেলার আর কে পুর থানায় একজন,সেই জেলারই সংশোধনাগারে একজন, সিপাহীজলা জেলার কেন্দ্রীয় সংশোধনাগারে একজন, পশ্চিম ত্রিপুরা জেলার পশ্চিম আগরতলা থানায় একজন, উত্তর ত্রিপুরার কাঞ্চনপুরের সংশোধনাগারের একজন মারা গেছেন। এখন ধলাই জেলার কমলপুরে। এক বছরে হেফাজতে থাকা অবস্থায় মৃত্যু এগুলি।

রবিবারেই সুজিত গৌড়কে আদালতে তোলা হয়েছিল। সেখান থেকে তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। সন্ধ্যায় আনা হয় কমলপুরের সংশোধনাগারে। সাতটার পর তাকে কমলপুরের বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।

বিরোধী দলনেতা মানিক সরকার চিঠি লিখে সরকারের কাছে বিচারবিভাগীয় তদন্তের দাবি রেখেছিলেন অমরপুরের ঘটনার পর। তিনি সেই সময় পর্যন্ত হওয়া সবগুলি ঘটনার জন্যই সেই দাবি রেখেছিলেন। গণ মুক্তি পরিষদ ও সিপিআই(এম) অমরপুরের ঘটনার পর প্রতিবাদ মিছিলও করেছিল।

COMMENTS