কোভিড কেয়ার সেন্টারে স্বাস্থ্যকর্মীদের সাথে খারাপ ব্যবহার করার অভিযোগে এক অতিরিক্ত সরকারী উকিল, এবং আরও পাঁচজন।
কোভিড কেয়ার সেন্টারে স্বাস্থ্যকর্মীদের সাথে খারাপ ব্যবহার করার অভিযোগে এক অতিরিক্ত সরকারী উকিল এবং আরও পাঁচজন গ্রেফতার হয়েছেন। তাদের আদালতে নেয়া হয়েছে। আগরতলার শহিদ ভগৎ সিং যুব আবাসের সিসিসি-তে কয়েকজন রোগী স্বাস্থ্যকর্মীদের দিকে থুথু ছিটিয়েছেন, এবং তার ওপর দোতলার বেলকনি থেকে জলকুলি ফেলেছেন বলে জেলা আধিকারিক ডাঃ সঙ্গীতা চক্রবর্তী, জেলা শাসকের কাছে অভিযোগ করেছিলেন।
সেইখানে থাকা চারজনকে গ্রেফতার করা হয়েছে।
হাঁফানিয়া কোভিড কেয়ার সেন্টার থেকেও দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
ডাঃ চক্রবর্তী জেলা শাসককে লেখা চিঠিতে বলেছেন, তিনি দেখলে তাকে চিনতে পারবেন , যিনি জলকুলি ফেলেছেন।
সংবাদ মাধ্যমকে বলেছিলেন, সেই জন ” ইংরাজি জানা লোক, মানে শিক্ষিত ।”