প্ৰথম খবর

হাসপাতালেই এক মা সন্তানের জন্ম দিলেন, তবে হাসপাতাল বিল্ডিং’র সামনের চাতালে !

By thepongkor

August 21, 2020

হাসপাতালেই এক মা সন্তানের জন্ম দিলেন, তবে লেবার রুমে অথবা অপারেশন থিয়েটারে নয়, হাসপাতাল বিল্ডিং’র সামনের চাতালে,ত্রিপুরার সবচেয়ে বড়  শিশু ও প্রসূতি  হাসপাতাল রাজধানী আগরতলার আই জি এম হসপিটালে।

 

আসন্ন প্রসবাকে মা-কে হাসপাতালে ঢুকতে দেয়া হয়নি করোনা রোগী আছে, এই অজুহাতে, অভিযোগ তাই।

খোলা জায়গাতেই সন্তান প্রসব হবার পর তাকে এই হাসপাতালেই নেয়া হয়েছে।

 

কোভিড আইসিইউ-তেও অক্সিজেনের জোগান নেই ঠিকমত, ইত্যাদি অভিযোগ উঠছে বেশ কিছুদিন ধরেই। শাসক দলের এক বিধায়কই, আশিষ কুমার সাহা এই নিয়ে চিঠিও দিয়েছেন সরকার প্রধানকে।

কোভিড আইসিইউতে রোগীদের দেখভালের জন্য তাদের আত্মীয়-পরিজনদেরই থাকতে হয়, কোনও উপকরণ ছাড়াই, ত্রিপুরার একমাত্র ঘোষিত  ডেডিকেটেড কোভিড হাসপাতাল জিবিপি হসপিটাল নিয়েই এমন অভিযোগ। খবরে ও সামাজিক মাধ্যমে আসা একটি ভিডিও-তেও তেমনি দেখা গেছে।

পেশায় দু’জন ডাক্তার তাদের ঠাকুরমা’র সাথে ছিলেন সেই আইসিইউ-তে, তারাও অব্যবস্থার অভিযোগ তুলেছেন ।

 

ডক্টর্স ডে-তে ইন্টার্ন ডাক্তাররা বেতন না পেয়ে আন্দোলনে নেমেছিলেন জিবিপি হাসপাতালে।

 

কোরনা কালে চিকিৎসা নিয়ে ব্যাপক অভিযোগ উঠছে।

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরাতেই কোভিডে মৃত্যু হার সবচেয়ে বেশি।