প্ৰথম খবর

উত্তর-পূর্ব ভারতে কোভিডে ত্রিপুরার মৃত্যু-হার সবার আগে, মিজোরামে শূণ্য।দেশে সবচেয়ে বেশি গুজরাতের।

By thepongkor

September 02, 2020

উত্তরপূর্বাঞ্চলে ত্রিপুরা কোভিডে মৃত্যুর হারে সবার আগে, ০.৯৩ শতাংশ( ত্রিপুরার স্বাস্থ্য দফতেরর ২ সেপ্টেম্বরে দেয়া এই হার ০.৯৮ শতাংশ। অন্যান্য রাজ্যের তথ্য যেখান থেকে নেয়া হয়েছে, সেখানের তথ্য অনুযায়ী ত্রিপুরার হার যা হয়,তাই দেয়া হল, সব রাজ্যের হিসাব একই মানদণ্ডে রাখতে)। তারপরে মেঘালয়, ০.৪৯ শতাংশ। তিনে আছে মণিপুর, ০.৪৫ শতাংশ। সিকিমে এই হার ০.২৪ শতাংশ, নাগাল্যান্ডে ০.২২ শতাংশ, অরুণাচল প্রদেশে ০.১৭ শতাংশ। আসাম এই অঞ্চলের সবচেয়ে বড় রাজ্য, জনসংখ্যাও সবচেয়ে বেশি, এখানে মৃত্যুর হার ০.২৮ শতাংশ। মিজোরামে কোভিড মৃত্যু নেই এখনও।

ভারতে কোভিডে সবচেয়ে বেশি মৃত্যুর হার গুজরাতে , ৩.১১ শতাংশ।

( তথ্য-সূত্রঃ ভারত সরকারের মাইগভ ওয়েবসাইটঃ https://www.mygov.in/covid-19 )