প্ৰথম খবর

একদিনের অধিবেশন। বিএসি মিটিঙ থেকে ওয়াক-আউট বিরোধী দলের

By Master

September 18, 2020

একদিনের জন্য ত্রিপুরা বিধানসভার অধিবেশন বসবে ২১ সেপ্টেম্বর । বিরোধী সিপিআই(এম) বিজনেস অ্যাডভাইসরি কমিটি’র মিটিঙ থেকে ওয়াক-আউট করেছে। প্রশ্নোত্তর বাদ দেয়া হয়েছে, একদিনেই নয়টি বিল আনা হবে। আলোচনা ছাড়া পাশ হয়ে যাবে, এইসব বিষয়ে মতে মিলেনি, তাই ওয়াক আউট , বলেছেন সিপিআই(এম) বিধায়ক তপন চক্রবর্তী এবং সুধন দাস। আইনমন্ত্রী রতন লাল নাথ’র অবশ্য বক্তব্য, বিরোধীরা কোনও খবরা-খবর রাখেন না। দর্শক গ্যালারি বন্ধ থাকবে। ঢোকার মুখে থার্মাল স্ক্রিনিং হবে। তবে কোনও টেস্ট হবে না।

দেশে সংসদ অধিবেশন কোভিড পরিস্থিতির জন্য বিশেষ ব্যবস্থাপনায় হয়েছে। সাংসদরা নিজেদের চেম্বার এবং সভাঘর , দুই জায়গা থেকে অংশ নিয়েছেন। আলোচনা হয়েছে।

রতন লাল নাথ কিছুদিন আগে খোলা জায়গায় অধিবেশন করার সম্ভাবনার কথা শুনিয়েছিলেন। সে নিয়ে তারপর আর কিছু শোনা যায়নি।