প্ৰথম খবর

কৃষ্ণা নদীর জল নিয়ে ট্রাইবুনাল-এ বিচারপতি শুভাশিষ তলাপাত্র

By thepongkor

September 25, 2020

কৃষ্ণা নদীর জল নিয়ে মহারাষ্ট্র , কর্নাটক এবং অন্ধপ্রদেশ, এই তিন রাজ্যের ঝামেলা মেটাতে কৃষ্ণা ওয়াটার ডিসপ্যুট ট্রাইবুনাল করেছিল কেন্দ্র ২০০৪ সালে। পরে ২০১০ সালে ট্রাইবুনাল রিপোর্ট দেয়। ট্রাইবুনাল ভেঙে দেয়া হয়।

অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা তৈরি হওয়ায় এই ট্রাইবুনালকে আবার সক্রিয় করা হয় ।

 

জলশক্তি মন্ত্রক এই ট্রাইবুনালের সময় একবছর বাড়িয়েছে।

 

ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি শুভাশিষ তলাপাত্রকে সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে। উড়িষ্যা হাইকোর্ট’র প্রাক্তন বিচারপতি বি বি দাস পদত্যাগ করায় , একটি জায়গা শূন্য হয়ে পড়েছিল।

দেরিতে পাওয়া খবর। বেশ কিছুদিন আগেই এই নিযুক্তি হয়েছে।