প্ৰথম খবর

খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন ডাক্তার !

By thepongkor

September 06, 2020

ত্রিপুরার খোয়াই জেলায় এক ডাক্তারের বাড়ি-গাড়িতে ভাঙচুর, আগুন লাগানো হল।

 

দু’দিন ধরেই খোয়াই শহরে বিরোধী সিপিআই(এম) কর্মী-সমর্থকদের মারধর করা হচ্ছে, বাড়ি-দোকান ভাঙা হচ্ছে। মহিলাও বাদ যাননি। পুলিশ দ্বিতীয়দিনেও লাগাম টানতে পারেনি।

 

করোনা কালে খোয়াই জেলা হাসপাতালের ডাঃ তমাল সরকার’র বাড়ি আক্রমণ করা হয়েছে শনিবার রাতে। আগুনে পুড়েছে তার গাড়ি। বোমা পড়েছে বাড়িতে। ফোন পেয়ে পুলিশ- দমকল বাহিনী গিয়ে আগুন নেভান।

 

ডাঃ সরকারের বাড়ি সিঙ্গিছড়ায়। তিনি খুন হয়ে যাওয়ার ভয় পাচ্ছেন। নিজের বাড়িতে আর থাকার ভরসা পাচ্ছেন না।

 

তার বাড়ির পাশেই এক প্রাক্তন গ্রাম প্রধান বিশ্বজিৎ নমঃসূদ্রের বাড়িতেও হামলা হয়েছে। দুস্কৃতিকারীরা তার ঘরের বেড়া কেটে দিয়েছে।