গত চারদিনে ত্রিপুরায় কোভিড আক্রান্ত নতুন রোগী পাওয়া গেছে ১৮৩১ জন।
১৯ সেপ্টেম্বর রাজ্যে পজিটিভ রোগী ছিলেন ২১৫০৭, আজ তা বেড়ে দাঁড়িয়েছে ২৩৩৩৮।
এই চারদিনে রাজ্যে মারা গেছেন ১৬ জন। ১৯ সেপ্টেম্বর স্বাস্থ্য দপ্তর থেকে দেয়া বুলেটিনে মৃতের সংখ্যা ছিল ২৩৯। তা বেড়ে আজ দাঁড়িয়েছে ২৫৫। গত ২৪ ঘণ্টায় ত্রিপুরাতে আরও পাঁচজন কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন।
বর্তমানে রাজ্যে পজিটিভিটির হার ৬.৩৪ শতাংশ। সুস্থতার হার বেড়েছে গত কয়েকদিনে। এখন তা বেড়ে ৭২.৭২ শতাংশ।
২৩৩৩৮ জন পজিটিভ রোগীর মধ্যে সুস্থ হয়েছেন ১৬৯৫৫।
বর্তমানে এক্টিভ রোগীর সংখ্যা ৬১০২। তাদের মধ্যে বেশিরভাগই বাড়িতে থাকছেন। আজকের হিসাবে হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন মাত্র ২৬৬ জন।
রাজ্যে এখন মৃতের হার ১.০৯ শতাংশ। ।
প্রতি দশ লাখ জনসংখ্যায় রাজ্যে টেস্ট হয়েছে গড়ে ৯২০৩৩ জনের।