প্ৰথম খবর

ট্রায়াল রান পৌঁছালো সোনামুড়ায়

By thepongkor

September 06, 2020

বাংলাদেশের কুমিল্লা’র দাউদকান্দি  থেকে গোমতী নদী দিয়ে একটি মোটরচালিত নৌকা ভারতের ত্রিপুরার সোনামুড়ায়  এসে আজ পৌঁছেছে। ট্রায়াল রানে সিমেন্ট নিয়ে এসেছে এটি।

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই নৌকাকে স্বাগত জানিয়েছেন। উত্তরপূর্বাঞ্চলের আর্থিক অবস্থা এতে উপকৃত হবে বলে তিনি দাবি করেছেন।

আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন, এই পথে জাহাজ এলে বেকাররা কাজের সুযোগ পাবেন।

সাংসদ প্রতিমা ভৌমিকও ছিলেন।

 

নৌকাটি আসতে আসতে নদীর চড়ায়ও আটকে গিয়েছিল। সেখান থেকে টেনে তাকে সরাতে হয়েছে। এই জল পথে নাব্যতা নিয়ে কিছু প্রশ্ন রয়ে গেছে। তাছাড়া বর্ষার কয়েকমাস ছাড়া এই পথে নাব্যতা কতটা থাকবে, তা নিয়েও প্রশ্ন আছে।

নৌকাটিতে দুই দেশের পতাকা লাগানো ছিল। ভারতীয় পতাকা উলটো করে লাগানো ছিল, ছবিতে তাই দেখা যাচ্ছে।