ত্রিপুরার এক ডাক্তারকে এয়ার অ্যাম্বুলেন্সে রাজ্যের বাইরে নেয়া হয়েছে, তিনি কোভিডে গুরুতর।
আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ’র অধ্যাপক এই ডাক্তার ভর্তি ছিলেন এই কলেজ-হাসপাতাল জিবিপি হসপিটালেই। অবস্থা খারাপ হতে থাকলে, তার সহকর্মীরা কলেজের প্রিন্সিপালকে চিঠি দেন তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার জন্য। শরীরে অক্সিজেনের মাত্রা ধরে রাখা যাচ্ছিল না, প্রাথমিকভাবে জানা গেছে। কিডনী সমস্যাও কিছু আছে।
এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া’র আগরতলা বিমান বন্দর কতৃপক্ষ তাকে নিয়ে যাওয়ার ছবি ট্যুইট করেছে।
কলকাতার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। কলকাতা পৌঁছানোর ছবিও এসেছে।
সামাজিক মাধ্যমে তার সুস্থতার কামনা করেছেন বহু সাধারণ মানুষ।
রোগী এবং ডাক্তারদের অত্যন্ত কাছের মানুষ এই অধ্যাপকের খোঁজ নিচ্ছেন প্রচুর মানুষ। রোগী, চিকিৎসক, রাজনৈতিক নেতা, প্রমুখ।
কোভিড ওয়ার্ডে দায়িত্ব শেষ করে বেরিয়ে এসে কয়েকমাস আগে সংবাদ মাধ্যমকে বলেছিলেন,” ( করোনার বিরুদ্ধে) জয়ী আমরা হবই !” সবাই চাইয়েছন , তিনি জয়ী হয়ে ফিরে আসুন ।
জিবিপি হাসপাতালে কোভিড চিকিৎসা নিয়ে প্রতিদিন অভিযোগ বাড়ছে।
অধ্যাপককে রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার খবর জানিয়ে সামাজিক মাধ্যমে হওয়া পোস্টেও তার ছাপ পড়েছে। কেউ কেউ প্রশ্নও তুলেছেন, সাধারণ মানুষের কী হবে বলে !
ত্রিপুরায় প্রচুর ডাক্তার , স্বাস্থ্যকর্মী কোভিডে আক্রান্ত হয়েছেন। তবে এখন পর্যন্ত আর কারও এমন গুরুতর হবার খবর নেই।