ত্রিপুরায় অক্টোবরে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নয় থেকে বার ক্লাসের ছাত্ররা যেতে পারবে স্কুলে। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই সিদ্ধান্ত জানিয়েছেন। ‘হাই পাওয়ার কমিটি’ এই সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানিয়েছেন।
কিছুদিন আগে নেবারহুড ক্লাস বলে ক্লাস করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। দশদিনও চালানো যায়নি। কোভিড সংক্রমণ বাড়তে থাকায়, তা বন্ধ করে দিতে হয়েছিল। একজন শিক্ষক মারাও গেছেন, তিনিও ক্লাস নিয়েছিলেন। এই ক্লাস শুরুর আগে অনেকেই আপত্তি জানিয়েছিলেন। খোলা জায়গায় ক্লাসের নামে রাস্তা, স্কুল ঘরের পেছনে, ইত্যাদি নানা জায়গায় ক্লাসের চেষ্টা হয়। এক শিক্ষক গাছে বসে পড়াচ্ছেন, এই ছবি ভাইরাল হয় । এই ক্লাসের সমালোচনা করায় শিক্ষামন্ত্রী মন্তব্য করেছিলেন, কিছু কিছু শিক্ষক বাড়িতে বসে বেতন চান, তারাই সংবাদ মাধ্যমে এসব খবর করাচ্ছেন।