প্ৰথম খবর

ত্রিপুরায় একদিনে কোভিড আক্রান্ত বাড়লেন ৫০৯ জন। মৃত্যু বেড়ে ১১৩।

By thepongkor

September 01, 2020

ত্রিপুরায় সোমবারে নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়লেন ৫০৯ জন। এখন মোট ১২১৫৩ জন।গতকাল ছিলেন ১১৬৪৪ জন। তার আগের দিন এই সংখ্যা ছিল, ১১৩২৩।

পশ্চিম ত্রিপুরা জেলায় বাড়লেন, ২৫৮ জন।

 

আগেও একদিন একদিনে আক্রান্তের সংখ্যা ৫০৯ জন বেড়েছিলেন। এটাই একদিনে সবচেয়ে বেশি বাড়া সংখ্যা।

 

মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১৩ জনে।  গতকাল ছিল, ১০৩ জন।

পশ্চিম ত্রিপুরা জেলায় এই সংখ্যা ৫৬ থেকে ৬২ হল, উত্তর ত্রিপুরা জেলায় চার থেকে পাঁচ,  ঊনকোটি জেলায় দুই থেকে তিনে পৌঁছাল,ধলাই জেলায়ও দুই থেকে তিন,  এবং   গোমতী জেলায় পনের থেকে ষোল দাঁড়াল মৃত্যুর সংখ্যা। মৃত্যু-হার ০.৯২ শতাংশ।

 

সোমবারের মোট স্যাম্পেল পরীক্ষার সংখ্যা ৩০২৯, এই দিনের পজিটিভিটি হচ্ছে,  ১৬.৮০ শতাংশ।  সামগ্রিক এই হার ৪.৪৩ শতাংশ।

এক্টিভ আছেন, ৪৩৬৭ জন,  এবং  সুস্থ হয়েছেন, ৭৬৫৪ জন।

 

একজন কেউ আক্রান্ত  ত্রিপুরা ছেড়ে চলে গেছেন, এতদিন এই সংখ্যা ছিল ১৯, সোমবারে তা ২০। পশ্চিম ত্রিপুরা থেকেই গেছেন বলে তথ্য বলছে।

 

( তথ্যসূত্রঃ https://covid19.tripura.gov.in/Visitor/ViewStatus.aspx )

( মোট আক্রান্তের সংখ্যা ‘১২৫১৫৩’ লেখা হয়েছিল, এই টাইপো ঠিক করা হল। সময়ঃ ১৩ঃ০৬)