বুধবারের ত্রিপুরা স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী কোভিড আক্রান্ত আরও মারা গেছেন পাঁচ জন। মোট মৃত্যুর সংখ্যা ত্রিপুরায় এখন ২২২। মোট আক্রান্ত ২০,১৪৯ জন। কোভিড বুলেটিনে সামগ্রিক পজিটিভিটির হার ৫.৯১ শতাংশ, মৃত্যুর হার ১.১০ শতাংশ। সুস্থতার হার এখন ৬৪.৩০ শতাংশ। ১২৯৫৬ জন সুস্থ হয়েছেন এখন পর্যন্ত। এক্টিভ রোগীর সংখ্যা ৬৯৬৮ জন। বুলেটিনে দেয়া এক্টিভ রোগীর সংখ্যা,সুস্থ হওয়ার সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা যোগ করলে যদিও মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ২০,১৪৬ জন ।
মহাকরণে আইন মন্ত্রী রতন লাল নাথ বলেছেন, ত্রিপুরার অবস্থা দেশের অন্যান্য রাজ্যের তুলনায় ভাল। মৃত্যু-হার, পজিটিভিটির হার অনেক রাজ্যের তুলনায় কম। শুধু সুস্থতার হারের দিক থেকে জাতীয় গড়ের চাইতে কম ত্রিপুরা।
উল্লেখ করা যায় যে উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে মৃত্যু-হার ত্রিপুরাতেই সবচেয়ে বেশি।
ত্রিপুরায় একমন্ত্রী কোভিড পজিটিভ বলে জানা গেছে। তার আগে শাসক বিজেপি-আইপিএফটি জোটের একাধিক বিধায়ক কোভিড আক্রান্ত হয়েছেন, প্রশাসনের বেশ কিছু বড়কর্তাও। প্রচুর ডাক্তার-স্বাস্থ্যকর্মী কোভিড পজিটিভ হয়েছেন। বিরোধী সিপিআই(এম) এক বিধায়কও পজিটিভ বলে শনাক্ত হয়েছেন। এই প্রথম কোনও বিরোধী বিধায়ক ত্রিপুরায় পজিটিভ হলেন।
বুধবারেও স্বাস্থ্যকর্মী, সরকারি কর্মী, নিরাপত্তা বাহিনীর সদস্য পজিটিভ বলে শনাক্ত হয়েছেন।