প্ৰথম খবর

ত্রিপুরা হাইকোর্ট কোভিড নিয়ে জবাব চাইল রাজ্য সরকারের !

By thepongkor

September 11, 2020

করোনা পরিস্থিতি রাজ্য সরকার চিকিৎসা নিয়ে কী ব্যবস্থা নিয়েছে, তার বিস্তারিত জানতে চেয়ে ত্রিপুরা হাইকোর্ট রাজ্য সরকারকে বৃহস্পতিবারের মধ্যে জবাব দিতে বলেছে। শুক্রবারে বিষয়টি আদালতে আসবে।

ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এ কে কুরেশি এবং বিচারপতি শুভাশিস তলাপাত্র’র বেঞ্চ এই নির্দেশ দিয়েছে আজ। হাইকোর্ট একটি স্বপ্রণোদিত আবেদন নিয়ে ত্রিপুরার করোনা পরিস্থিতি যাচাই করে দেখছে।

“ কোভিড সেন্টারের কী পরিকাঠামো, এক্টিভ রোগীদের কী অবস্থা, অক্সিজেন’র কী বন্দোবস্ত, ইত্যাদি বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছে মাননীয় উচ্চ আদালত। বৃহস্পতিবারের মধ্যে জবাব দিতে হবে। শুক্রবারে আবার শুনানি,” বলেছেন সরকার পক্ষের আইনজীবী দেবালয় ভট্টাচার্য।

কোভিডের চিকিৎসা নিয়ে ত্রিপুরায় প্রতিদিন অভিযোগ বাড়ছে। অক্সিজেন না পাওয়া, চিকিৎসা না পাওয়া, এমনকী রক্ত না পাওয়ার অভিযোগ করেছেন মৃতদের পরিবারের মানুষজন। ফেসবুক লাইভে এসে রোগীরা অভিযোগ করেছেন। খাবার নিয়েও অভিযোগ আছে। সংবাদ মাধ্যমে এইসব খবর প্রতিদিনই থাকছে।