বামপন্থী দুই গণসংগঠনের কাছে প্রশাসনের তরফে দুঃখ প্রকাশ করে ডেপুটেসন নিলেন মহকুমা শাসক। অবশ্য তার আগে রাস্তা অবরোধে বসেন বামপন্থীরা।
সাঁতচাদ ব্লকে ডেপুটেশন দেয়ার কথা ছিল, রাস্তায় আটকে দেয় পুলিশ। সাব্রুম-আগরতলা রাস্তা অবরোধে বসে পড়েন জিএমপি-টিওয়াইএফ কর্মীরা।
সাব্রুম মহকুমার শাসক একসময় প্রশাসনের তরফে দুঃখ জানিয়ে ডেপুটেশন নেন।
প্রাক্তন সাংসদ জীতেন্দ্র চৌধুরি, বিধায়ক প্রভাত চৌধুরি, প্রমুখ ছিলেন।
উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের আগে সাঁতচাদে শক্তির মহড়া দিলেন বামপন্থীরা।