কোভিডে ত্রিপুরায় সাত দিনে মারা গেলেন ৩২ জন। নতুন করে পজিটিভ রোগী খুঁজে পাওয়া গেছে ৩৪৩৬ জন। ত্রিপুরার সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তর যে বুলেটিন দিয়েছে তাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৭ জনে। ১৮ সেপ্টেম্বরের বুলেটিনে মৃতের সংখ্যা ছিল, ২৩৫ জন।গতকাল মৃতের সংখ্যা ছিল ২৬৫।
মোট আক্রান্তের সংখ্যা এখন ২৪৪০৮ জন । ১৮ তারিখ আক্রান্তের সংখ্যা ছিল ২০৯৭২। সাতদিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩৪৩৬। এই সাত দিনে গড়ে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৪৯০ জন করে। এই সাতদিনে পজিটিভিটির হার বেড়েছে রাজ্যে । ১৮ তারিখ পজিতিভিটির হার ছিল ৬.০২ শতাংশ। এখন তা বেড়ে ৬.৪৫ শতাংশ। মৃত্যুর হার সামান্য কমেছে। ১৮ তারিখ মৃত্যুর হার ছিল ১.১২ শতাংশ। এখন তা ১.০৯ শতাংশ। বেড়েছে সুস্থতার হারও। সুস্থতার হার আজকে ৭৫.৩৩ শতাংশ। ১৮ সেপ্টেম্বর তা ছিল ৬৭.৫০ শতাংশ। সাতদিনে বেড়েছে প্রতি দশ লাখ জনসংখ্যায় টেস্টের হারও। ১৮ সেপ্টেম্বর টেস্ট প্রতি দশ লক্ষ জনসংখ্যায় ছিল ৮৭১৮৬ জন, তা বেড়ে এখন ৯৪৬৯০ জন। ত্রিপুরায় এক্টিভ রোগী আজ ৫৭৪৬ জন। হাসপাতালে আছেন মাত্র ২৩৬ জন।সুস্থ হয়েছেন ৪০০ জন।