বৈশালি কুড়ি, পশ্চিম ত্রিপুরার সুভাষনগর হায়ার সেকেন্ডারি স্কুলে ছিলেন। তিনি ‘১০৩২৩’ শিক্ষকদের একজন। ৩১ মার্চ কাজ হারিয়েছেন। এই শিক্ষকদের সরকার চাকরি চলে যাওয়ার নোটিশ ডাকে পাঠিয়ে দিয়েছে। বৈশালিকে সিপাহীজলা জেলার কাঁঠালিয়া গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে পাঠানো হয়েছে। সোনামুড়ার সেই স্কুলে তাকে ৩০ সেপ্টেম্বর থেকে তিন দিনের মধ্যে রিপোর্ট করতে হবে।অন্তত শিক্ষা দফতরের নির্দেশ তাই বলছে।
সুভাষনগরে তিনি ডেপুটেসনে ছিলেন, কাঁঠালিয়ায় তার মূল পোস্টিং ছিল।
ত্রিপুরার মধ্যশিক্ষা অধিকর্তা ইউ কে চাকমা, তিনি একজন আইএএস ক্যাডার, এই বদলি করেছেন ১৯ সেপ্টেম্বর।
ওই দিন বদলির তালিকা বের হয়েছে, ১৬৬ শিক্ষককে বদলি করা হয়েছে ‘জনস্বার্থে’। সেই নির্দেশে লেখা হয়েছে ৩০ সেপ্টেম্বর বিকালে সবাই স্ট্যাণ্ড রিলিজ হয়ে যাবেন, তার থেকে তিনদিনের মধ্যে যোগ দিতে হবে নতুন জায়গায়।
সেই তালিকায় বিশালগড়ের টাউন স্কুল থেকে আগরতলার বাপুজি স্কুলে পাঠানো যেমন আছে, সিপাহীজলার বগাবাসার স্কুল থেকে এক শিক্ষিকাকে কৈলাশহরে পাঠানোর ঘটনাও আছে।