প্ৰথম খবর

অ্যাম্বুলেন্স নেই?

By Master

October 13, 2020

অ্যাম্বুলেন্স নেই, তাই মারা যাবার আগে আর চার মাসের শিশুকে পাঠানো গেল না জেলা হাসপাতালে। যখন এসেছে গাড়ি, চূরান্ত দেরি হয়ে গেছে।

হাসপাতালে উত্তেজনা হয়, পুলিশকে যেতে হয়েছে।

বিলোনিয়ার হাসপাতালে ঋষ্যমুখের মতাই চম্পকনগর থেকে শিমূল ত্রিপুরার চার মাসের মেয়ে অ্যানাকে ভর্তি করা হয় গতকাল রাতে। সকালে উদয়পুরের জেলা হাসপাতালে ডাক্তাররা রেফার করেন তাকে। অভিযোগ, তখন অ্যাম্বুলেন্স ছিল না, অনেক দেরিতে আসে। মারা যায় অ্যানা।

পুলিশ এসে উত্তেজনা সামাল দেয়।

অ্যাম্বুলেন্স সময় মত না পাওয়ার অভিযোগ বেড়েই যাচ্ছে। অ্যাম্বুলেন্সের অপেক্ষায় থাকা এক রোগী উদয়পুর হাসপাতালের দরজায় মারা গেছেন কয়েকমাস আগে। আগরতলার আইজিএম হাসপাতালে অ্যাম্বুলেন্স ছিল না, এক মা সন্তান প্রসব করেন হাসপাতালের চাতালে। আইজিএম হাসপাতালেই কাটা-হাত নিয়ে বাইরে মাটিতে বসে আছেন রোগী, পরিবারের লোকজন অ্যাম্বুলেন্স নেই বলে অভিযোগ করছেন, এমন ভিডিও এক দর্শক পাঠিয়েছেন ক’দিন আগে। সোনামুড়া থেকে এক শিশুকে অ্যাম্বুলেন্সের কারণে দেরিতে আগরতলায় পাঠাতে হয়েছিল বলে অভিযোগ আছে, বিশালগড়ে এসে শিশুটি মারা যায়। করোনা রোগীবাহী অ্যাম্বুলেন্সে অক্সিজেন মাঝপথে ফুরিয়ে যাবার অভিযোগ আছে। গাড়িটি কুমারঘাট থেকে আগরতলা আসছিল।