উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন আসছে ত্রিপুরায়। মে মাসেই এডিসির মেয়াদ শেষ হয়ে গেছে। কোভিড অতিমারির জন্য নির্বাচন এখনও হয়নি।
বিজেপি এবং আইপিএফটি জোট ত্রিপুরার ক্ষমতায়। ২০১৮ সালে জোট করে তারা নির্বাচনে লড়েছিল। ২০১৮ সালের পর লোকসভা নির্বাচনেও দুই শরীকে আসন ভাগাভাগি হয়নি। আলাদা আলাদা ভাব লড়েছে দুই দল।
আইপিএফটির মুখপাত্র মঙ্গল দেববর্মা বলেছেন, তারা যদি তাদের মন মতো আসন না পান, তারা পরিষদ ভোটে আলাদা লড়বেন। প্রয়োজনে কারোর সঙ্গে জোট গড়বেন না। সব আসনে একাই প্রার্থী দেবেন। বলেছেন, বিজেপি এবং আইপিএফটি’র মধ্যে আসন ভাগাভাগির বিষয়টি দু’দলের শীর্ষ নেতৃত্ব ঠিক করবেন।
কিন্তু মঙ্গল দেববর্মা আইএনপিটি বা তিপ্রাকে বেশি গুরুত্ব দিতে রাজি না। তার কথায় আইপিএফটি তিপ্রাল্যান্ডের দাবি নিয়েই লড়বে ।