কোভিড নিয়ে ত্রিপুরা হাইকোর্টের দায়ের করা জনস্বার্থ মামলার শুনানি হয়েছে আজ। সরকারি আইনজীবী দেবালয় ভট্টাচার্য বলেছেন, সামনে উৎসব। নতুন করে করোনা যেন ছড়িয়ে না পড়ে, রাজ্য সরকারকে বিশেষ উদ্যোগ নিতে বলেছে হাইকোর্ট। হাইকোর্ট কেরালার ওনাম উৎসবের প্রসঙ্গ টেনে বলেছে, কেরালায় ওনামের পর নতুন করে করোনা ছড়িয়েছে। কেন্দ্রীয় যেসব গাইড লাইন আছে, তা যেন ঠিক ভাবে মেনে চলা হয়। রাজ্যসরকারকে একটি মেইল এড্রেস দিয়ে দিতে হবে। কেউ অভিযোগ জানালে দ্রুত যেন তা দেখা হয়। দেবালয় ভট্টাচার্য বলেছেন, হাইকোর্টের বিভিন্ন প্রশ্নের যে জবাব রাজ্য সরকার হলফনামা হিসেবে দিয়েছে, তাতে কোর্ট সন্তুষ্ট। সাত ডিসেম্বর এই মামলার আবার শুনানি হবে।