প্ৰথম খবর

কংগ্রেসের অফিস দখল করেছে বিজেপি,অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর দরবারে কংগ্রেস

By Master

October 03, 2020

ত্রিপুরা প্রদেশ কংগ্রেস’র প্রতিনিধিরা সন্ধ্যায় দেখা করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব’র সঙ্গে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন কংগ্রেস সভাপতি পীযূষকান্তি বিশ্বাস, রাজেশ্বর দেববর্মা, হরেকৃষ্ণ ভৌমিক এবং বিল্লাল মিয়াঁ। দশটি দাবি জানিয়েছে কংগ্রেস। তার মধ্যে তাদের অফিস বাড়ি বিজেপি দখল করে নিয়েছে এমন একটি দাবিও আছে। পীযূষ বিশ্বাস বলেছেন, জোত জায়গাতে কংগ্রেসের ভবন রয়েছে অনেক বছর ধরে। এগুলি দখল করে নিয়েছে বিজেপির লোকজন। তার মধ্যে একটি রয়েছে সেকেরকোটে। বিজেপি নেতা রাজীব ভট্টাচার্য কয়েকদিন আগে লোকজন নিয়ে সেই অফিস বাড়ি দখল করে নেয় বলে অভিযোগ করেছেন পীযূষ বিশ্বাস। কমলপুরে কংগ্রেসের যে ভবন রয়েছে সেটি জোত জায়গাতে। বর্তমানে বিজেপি দলের মন্ত্রী মনোজ দেব যখন কংগ্রেসের জেলা সভাপতি ছিলেন, তখন এই ভবন করা হয়। সেটিও বিজেপি জোর করে দখল করে নিয়েছে। সেই ভবন এবং জমির কাগজপত্র রয়েছে কংগ্রেসের হাতে। আরেকটি রয়েছে মন্ত্রী রতন লাল নাথের নির্বাচনী এলাকায়। সেখানের অফিসটি পঞ্চাশ বছরের পুরানো। ২০১৮ সালের নির্বাচনের পর সেই অফিস বিজেপি দখল করে নিয়েছে। এই তিনটি অফিস বাড়ি ফেরত চাইছে কংগ্রেস। পীযূষ বিশ্বাস বলেছেন, চিটফান্ড, ১০৩২৩, এডিসি নির্বাচন এসব নিয়েও দাবি জানিয়েছে কংগ্রেস।