প্ৰথম খবর

কেরালায় ওনাম’র পর অবস্থা ভয়াভয়, দুর্গা পূজায় সাবধান থাকুন!

By Master

October 21, 2020

বিকালেই আগরতলা প্রেসক্লাবে সাংবাদ সম্মেলন করে ত্রিপুরার মানুষকে সতর্ক করেছিল সরকারী ডাক্তারদের অ্যাসোসিয়েসন। মূল বিষয় ছিল,  শারদোৎসবে যেন  মানুষ সতর্ক থাকেন। ঘর থেকে বেশি বের না হন। প্রায় একই বিষয়ে   সন্ধ্যায় মহাকরণে সংবাদ সম্মেলন করলেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।  স্বাস্থ্য  অধিকর্তা শুভাশিস দেববর্মা তথ্য দিয়ে বলেছেন, ওনাম উৎসবের পর কিভাবে কেরালায় কোভিড আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়ে গেছে। ২ আগস্ট কেরালায় আক্রান্তের সংখ্যা ছিল ২৫ হাজারের কিছু বেশি,  ২ সেপ্টেম্বর তা চলে গেছে ৭৮ হাজারের উপর। এখন তা তিন লাখের বেশি। ২ আগস্ট পর্যন্ত মারা গিয়েছিলেন সে রাজ্যে ৮৬ জন। ২১ অক্টোবরে মোট মৃত্যুর সংখ্যা বারশোর বেশি। তিনি আশঙ্কা করেছেন,  ত্রিপুরায়ও শারদোৎসবের ৭-১০ দিনের মধ্যে কোভিডে আক্রান্তের সংখ্যা বেড়ে যেতে পারে। যদিও সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবর মাসে ত্রিপুরার অবস্থা অনেকটা ভালো। গোটা সেপ্টেম্বর মাস জুড়ে ১৩৯১০ জন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল।  অক্টোবর মাসের প্রথম কুড়ি দিনে ৩৭৩৪ জনের খোঁজ মিলেছে। কমেছে পজিতিভিটির মাত্রাও। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পজিতিভিটির মাত্রা ছিল,  ১৩.০৯ শতাংশ। অক্টোবরের ১৩-২০, এই সময়ের মধ্যে তা কমে দাঁড়িয়েছে,  ৫.৮ শতাংশ। বাড়িতে থেকে বার না হবার পরামর্শ দিয়েছেন তিনি। এদিন সংবাদ সম্মেলনে ছিলেন পরিবার কল্যাণের প্রধান  ডাঃ রাধা দেববর্মা, কোভিডের চিফ সার্ভিলেন্স অফিসার  ডাঃ দীপ দেববর্মা এবং এনএইচএমের সিদ্ধার্থ শিব জয়সোয়াল।