কোভিডে মৃত্যু হলে ১০ লক্ষ টাকা পাওয়ার যে ঘোষণা মুখ্যমন্ত্রী কয়েকমাস আগে দিয়েছিলেন, সেই সুবিধা ৩১ ডিসেম্বরে শেষ হচ্ছে।
মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে ১৬ অক্টোবর সেই সম্মন্ধে যে গাইড লাইন দেয়া হয়েছে, তা পড়ে আপাতত এমনই বোঝা যাচ্ছে।
” ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত কোভিড ওয়ান নাইন-এ যারা মারা যাবেন, তারাই এই ত্রাণ মঞ্জুরে বিবেচিত হবেন।”
গাইড লাইনের শেষ লাইন।
তাছাড়া, মৃত্যুর প্রধান কারণ যদি কোভিড হয়, তবেই মিলতে পারে ১০ লক্ষ টাকা। বলা হয়েছে সেখানে।
জেলা শাসক এই ত্রাণ দেয়া যায় কিনা, তা দেখে, নথিপত্র পাঠাবেন মুখ্যমন্ত্রীর দফতরে পরীক্ষা-নিরীক্ষার জন্য।
কেন্দ্রীয় কিংবা রাজ্য সরকারের কর্মচারীরা এই আওতায় আসবেন না।
অগ্রাধিকার পাওয়া বাড়ি, এএওয়াই কার্ডধারীরা অগ্রাধিকার পাবেন।
জেলা শাসকদের এই বিষয়ে নির্দেশিকাও পাঠিয়েছেন বিশেষ সচিব ডাঃ পি কে গোয়েল।