প্ৰথম খবর

তরুণ আইনজীবী ভাস্কর দেব রায়ের মৃত্যুঃ রিপোর্ট দিতে বলল হাইকোর্ট

By Master

October 12, 2020

মার্চ মাসে তরণ আইনজীবী ভাস্কর দেবরায় মারা যান। রাস্তা থেকে ফায়ার সার্ভিস কর্মীরা তুলে নিয়ে তাকে জিবিপি হাসপাতালে ভর্তি করিয়েছিলেন।

চিকিৎসা গাফিলতি ও পুলিশের মামলা না নেয়ার অভিযোগ, ন্যায় বিচারের দাবিতে আইনজীবীদের রাস্তায় মিছিল, এবং হাইকোর্টে মামলা হয়েছে।

সেই শুনানি আজ ছিল। আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন বাদী পক্ষে। তিনি বলেছেন, তারা চান অন্তর্বর্তীকালীন যাতে সাহায্য দেয়া হয় ভাস্করের মাকে। কারণ মহিলা তার একমাত্র উপার্জনশীল সন্তানকে হারিয়েছেন। ঘটনার পর রাজ্য সরকারের প্রতিনিধি হয়ে যারা ভাস্কর দেবরায়ের বাড়িতে গিয়েছিলেন, তারা সরকারি সাহায্যের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এখনও কোন সাহায্য করা হয়নি ঐ পরিবারটিকে।

আদালতকে অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন, ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত করিয়েছে রাজ্য সরকার। রিপোর্ট জমা পড়েছে। পুলিশও চার্জশীট জমা দিয়েছে।

হাইকোর্ট আগামী শুনানীতে দুই রিপোর্ট জমা দিতে বলেছে রাজ্য সরকারকে।