প্ৰথম খবর

ত্রিপুরায় এক শিল্পীকে হেনস্তা ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে। গ্রেফতার একজন।

By thepongkor

October 28, 2020

এক লোকগানের শিল্পীকে  বেশ কয়েকজন যুবক ঘিরে ধরে হেনস্তা করছে,  এরকম একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল।

ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক তাকে পিছমোড়া করে ধরে রেখেছে, এবং গায়িকার পোষাকে হাত চালাচ্ছে। কেউ গায়ে হাত দিয়ে ধাক্কা দিচ্ছে।

অন্যরা যারা ঘিরে ধরে ‘উল্লাস’ করছে, তারা জন প্রতি তিনটি করে ‘বিয়ার’ দেয়ার কথা বলছে গায়িকাকে। আবার তারাই মেয়েটি মদ্যপ বলেছে।  সেই ঘটনার ভিডিও করছে সেই যুবকরাই।

 

খবর পাওয়া গেছে, প্রতিবেশি একজনের সাথে বাইকে ফিরছিলেন তিনি। সেই প্রতিবেশিই প্রধান অভিযুক্ত ।

 

আমতলি থানার পুলিশ একজনকে গ্রেফতার করেছে। অশ্বিনী মার্কেট এলাকার সঞ্জিত বর্মন ওরফে কালুকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

 

ত্রিপুরায় নারীদের বিরুদ্ধে অপরাধের খবর নিয়মিতই থাকছে। এই মাসেই একাধিক সেরকম অভিযোগ আছে, আছে খুন, আত্মঘাতী হওয়ার ঘটানা। বিচাএর চেয়ে সন্তান নিয়ে রাস্তায় বসে ধর্না দেয়ার ঘটানাও আছে। কাঞ্চনপুরে এক বৃদ্ধাকে  যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।