প্ৰথম খবর

ত্রিপুরায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, আগামীকালও!

By thepongkor

October 23, 2020

ত্রিপুরার সব জেলাতেই বৃষ্টি থাকবে। কোথাও কোথাও ভীষণ বৃষ্টির সম্ভাবনা আছে, ভারত সরকারের আবহাওয়া দফতর জানাচ্ছে। আগামীকালও বৃষ্টি থাকার কথাই বলা হয়েছে। রাস্তা-ঘাট জলে ডুবতে পারে। যানজট হতে পারে। কাঁচা রাস্তা নষ্ট হতে পারে।পাহাড়ি এলাকায় ধ্বস নামার সম্ভাবনা আছে। জল দাঁড়িয়ে ফসলের ক্ষতি হতে পারে। তাপমাত্রা ২৩/২৪ ডিগ্রি সেলিয়াসের আশে-পাশে থাকবে। ত্রিপুরার পশ্চিম, সিপাহিজলা, গোমতী, দক্ষিণ এবং খোয়াই জেলায় মাঝারি কিংবা জোর বৃষ্টি হতে পারে, অন্তত বিকাল পর্যন্ত এই সম্ভাবনা থাকছেই। ধলাই, উত্তর এবং ঊনকোটি জেলায় মোটামুটি বৃষ্টি থাকার কথা। গোমতী জেলা সদর উদয়পুরে প্রচুর বৃষ্টি বলে খবর।

শেষ চব্বিশ ঘন্টায় সাব্রুমে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে, ৮৩.২ মিলিমিটার, গণ্ডাছড়ায় সবচেয়ে কম, ৯.২ মিলিমিটার। রাজধানী আগরতলার এয়ারপোর্ট এলাকায় বৃষ্টির পরিমাণ, ৩৩.৫ মিলিমিটার, আর এডিনগরে ৪১ মিলিমিটার।