প্ৰথম খবর

ত্রিপুরায় মারা গেলেন এক ডাক্তার। কোভিড হয়েছিল বলে সন্দেহ।

By Master

October 25, 2020

ত্রিপুরায় এক সরকারী ডাক্তার মারা গেলেন। কোভিড টেস্টে নেগেটিভ থাকলেও, সব লক্ষণ থাকায় কোভিড আক্রান্ত ধরে নিয়েই চিকিৎসা চলছিল। আইজিএম হাসপাতালে ছিলেন তিনি। মারা গেছেন আইএলএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। বয়স হয়েছিল, মাত্রই ৫৪ বছর।

ডাঃ বাবলু শুক্লদাস আগরতলার আইএলএস হাসপাতালে মারা যান।

অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েসনের সাধারণ সম্পাদক ডাঃ রাজেশ চৌধুরী বলেছেন, এক সপ্তাহ ধরে ডাঃশুক্লদাস অসুস্থ ছিলেন। করোনার লক্ষণ ছিল তার। নিমোনিয়া, শ্বাস কষ্ট, জ্বর, এসমস্ত উপসর্গ ছিল। উপসর্গ থাকায় তিনি কোভিড টেস্ট করিয়ে ছিলেন। তা নেগেটিভ আসে। দু’বার টেস্টেই তার নেগেটিভ আসে। ডাঃরাজেশ চৌধুরী বলেছেন, সিম্পটম থাকলেও টেস্টে অনেক সময় নেগেটিভ আসে। এটা হতে পারে। খুব একটা অস্বাভাবিক ঘটনা না। রাজ্যের আরও এক ডাক্তার বাবুর ক্ষেত্রে সিম্পটম ছিল, পাঁচবার টেস্ট করেও পজেটিভ আসেনি। আইএলএস হাসপাতালে ডাঃ বাবলু শুক্ল দাসের চিকিৎসা চলছিল। কোভিড ধরেই চিকিৎসা চলছিল। ডাঃ বাবলু শুক্ল দাস আগরতলার আইজিএম হাসপাতালে কাজ করতেন, অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ ছিলেন। গত সপ্তাহে এটিজিডিএ বলেছিল, ত্রিপুরায় প্রায় দুশো ডাক্তার, নার্স কোভিডে আক্রান্ত হয়েছেন।