দুর্গা পূজার সময়ে রাতে কার্ফিউ থাকছে না। মুখ্য সচিব এই ব্যাপারে নির্দেশিকা জারি করেছেন । ত্রিপুরা সরকার ৪ সেপ্টেম্বরে দুর্গা পূজার জন্য গাইডলাইন দিয়েছিল, সেখানে রাতে কার্ফিউ দেয়ার কথা বলা হয়েছিল। এখন মনে করা হচ্ছে, কারফিউ রাতে দিলে, অন্য সময়ে ভীড় বেড়ে যাবে। জেলা শাসকরা অবশ্য নিজের এলাকার জন্য সিদ্ধান্ত নিতে পারবেন। অন্য বছরের মতই যান-বাহনের গতিবিধি নিয়ন্ত্রন করা হবে।
কেরালায় ওনাম উৎসবের পর হু হু করে করোনা আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা বেড়ে গিয়েছিল বলে ত্রিপুরার স্বাস্থ্য অধিকর্তা আজ বলেছেন।