প্ৰথম খবর

প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রী,প্রেস কাউন্সিল’র কাছে চিঠি দিলেন ত্রিপুরার সাংবাদিকরা

By thepongkor

October 07, 2020

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক একটি মন্তব্যের বিরুদ্ধে সাংবাদিকরা আপত্তি জানিয়েছেন আগেই। মুখ্যমন্ত্রীকে মন্তব্য ফিরিয়ে নেয়ার অনুরোধ করেছিলেন। তেমনটা না  হওয়ায় রাজ্যপালের কাছেও বিষয়টি জানানো হয়েছিল।

 

গান্ধী জয়ন্তীতে কালো ব্যাজ পরে আগরতলা প্রেস ক্লাব চত্বরে প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিকরা। কয়েকটি মহকুমাতেও সাংবাদিকরা এই প্রতিবাদ করেছেন।

 

এবার প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া’র কাছে ফরিয়াদ জানালেন ত্রিপুরার সাংবাদিকরা।

 

মুখমন্ত্রী বিপ্লব কুমার দেব দক্ষিণ ত্রিপুরায় একটি সরকারি অনুষ্ঠানে বলেছেন,কিছু সংবাদমাধ্যম অত্যুতসাহী, ইতিহাস তাদের মাফ করবে না, মানুষ তাদের মাফ করবেন না, তিনি নিজে মাফ করবেন না, তিনি যা বলেন, তা করে দেখান, ইতিহাস সাক্ষী।

তিনি কোভিড নিয়ে সংবাদমাধ্যমের খবর করা নিয়ে বলছিলেন।

 

 

ত্রিপুরা হাইকোর্ট সংবাদমাধ্যমে কোভিড’র বিষয়ে খবর দেখে একটি স্বপ্রণোদিত মামলা নিয়েছে সেপ্টেম্বর মাসে।

 

 

সাংবাদিকরা ‘অ্যাসেম্বলি অব জার্নালিস্টস’ তৈরি করে মুখ্যমন্ত্রীর মন্তব্যে আপত্তি জানাচ্ছেন।

প্রধানমন্ত্রী, প্রমুখদের কাছে লেখা চিঠিতে অ্যাসেম্বলি জানিয়েছে, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর, রাজ্যের বিভিন্ন জায়গায় অন্তত ছয়জন সাংবাদিক আক্রান্ত হয়েছেন। থানায় অভিযোগ জানালেও, কেউ গ্রেফতার হননি এখনও। কোনও কোনও ক্ষেত্রে বিজেপি কর্মী/সমর্থকদের যুক্ত থাকার অভিযোগ আছে।

 

মুখ্যমন্ত্রীকে মন্তব্য তুলে নেয়ার  অনুরোধের পর তিনি কয়েকজন সাংবাদিক ডেকে বলেছেন,  অভিভাবক হিসেবে তিনি বকতে পারেন। কাউকে আঘাত করার জন্য তেমন বলেননি। সেই কথার পরেও আক্রমণ থামেনি। ‘অ্যাসেম্বলি অব জার্নালিস্ট’র কাউকে বলা হয়নি, মুখ্যমন্ত্রীর সেই ব্রিফিঙয়ে।   সাংবাদিকরা চেয়েছিলেন, আলোচনায় সমাধান হবে, কিন্তু সেটা হয়নি, লেখা হয়েছে চিঠিতে। অ্যাসেম্বলি বলেছে, কারও প্রতিই তাদের কোনও আক্রোশ নেই।

 

তারা মনে করেন, দেশে জরুরী অবস্থার সময়েও এইরকম পরিস্থিতি হয়নি।

 

প্রধানমন্ত্রী, প্রমুখদের অনুরোধ করা হয়েছে, তারা যেন এই বিষয়টি দেখেন।

 

অ্যাসেম্ব অব জার্নালিস্ট ফোরামের সূত্রে জানা গেছে, তারা কিছুদিন অপেক্ষা করে দেখবেন,  প্রধানমন্ত্রী বা অন্যরা এই ব্যাপারে কিছু করছেন কিনা। যদি সমস্যার সমাধান না হয়, তবে ফোরাম গণতান্ত্রিক উপায়ে বৃহত্তর আন্দোলনে যাবে, গণঅবস্থান করা হতে পারে রাজ্যজুড়েই।

 

(ফাইল ছবিঃ ২ অক্টোবর আগরতলা প্রেসক্লাবের সামনে কালো ব্যাজ পরে সাংবাদিক সমাবেশ।)