প্ৰথম খবর

বাগমায় নেশার চালানে আটক চার উঠতি যুবক

By Master

October 03, 2020

ত্রিপুরার গোমতী জেলার বাগমা ফাঁড়ির পুলিশ একটি গাড়ি থেকে গত রাতে তিনশ ছোট ছোট কৌটা বাজেয়াপ্ত করেছে, চার যুবককে, প্রীতম সাহা(২১), সুমন মজুমদার(২৩), সায়ন দেবনাথ (২০) প্রদীপ সরকার (২১), গ্রেফতার করেছে। গাড়িটি আগরতলা থেকে শান্তিরবাজার’র দিকে যাচ্ছিল।

কৌটাগুলিতে ব্রাউন সুগার আছে, দাম হবে এক লাখ টাকা হবে, দাবি পুলিশের।

কিছুদিন আগে বাগমা পুলিশ ফাঁড়ির সামনে বিএসএফ ও পুলিশ যৌথ অভিযানে একটি গাড়ি থেকে প্রচুর বাংলাদেশি টাকা বাজেয়াপ্ত করেছিল। সেই গাড়িটি শান্তিরবাজার থেকে আগরতলা যাচ্ছিল।

নেশামুক্ত ত্রিপুরার স্লোগান একদিকে, আর একদিকে এই রাস্তাটি চোরাচালানের পথ হয়ে উঠেছে।

কমবয়সীরা নেশার চালানে জড়িয়ে যাচ্ছেন কিংবা অন্য বাঁকা পথে। বাগমায় যারা আটক হলেন, তাদের কারও বয়সই পঁচিশ পার হয়নি।

আসামে ত্রিপুরার দুই যুবক এটিএম জালিয়াতির অভিযোগে গ্রেফতার হয়েছেন, একজনের বয়স মাত্রই ঊনিশ, আরেকজনের চব্বিশ।

রাবার চাষ ত্রিপুরায় অনেক যুবককেই সন্ত্রাসবাদে ঝুঁকে যাওয়া আটকে দিয়েছিল। রাবার-মানি অনেক যুবককেই স্বাভাবিক জীবনে রেখেছিল। নেশামুক্ত ত্রিপুরা গড়তে হলে যুবকদের জন্য কাজের ঢালাও ব্যবস্থা করতে হবে, রাবার চাষের উদাহরণ সেই কথাই বলে।