প্ৰথম খবর

সাংবাদিকরা পথে নামলেন ত্রিপুরায়

By Master

October 15, 2020

আগরতলায় অ্যাসেম্বলি অব জার্নালিস্টস ডাকে সাংবাদিকরা গণ-অবস্থান করেছেন। রবীন্দ্রবার্ষিকী ভবন’র সামনে হয়েছে ধর্ণা।

সংবাদমাধ্যমকে তথ্য না দেয়ার ফরমান, সম্প্রতি সংবাদমাধ্যমকে দেখে নেয়ার মুখ্যমন্ত্রীর হুমকি’র প্রতিবাদে এই গণ-অবস্থান,  বলেছেন অ্যাসেম্বলি অব জার্নালিস্টস’র চেয়ারম্যান সুবল কুমার দে।

 

ইদানিং কালে বেশ কয়েকজন সাংবাদিক এখানে-সেখানে আক্রান্ত হয়েছেন, পুলিশ কোনও ভূমিকা নিচ্ছে না, বলেছেন অ্যাসেম্বলির কনভেনার।

 

অ্যাসেম্বলি গান্ধীজয়ন্তীতে কালো ব্যাজ পরে বিক্ষোভ দেখিয়েছেন। রাজ্যপালকে জানিয়েছেন। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রেস কাউন্সিল অব ইন্ডিয়াকে জানিয়েছে। তার আগে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিল,মন্তব্য ফিরিয়ে নিতে।

 

মুখ্যমন্ত্রীর সেই মন্তব্য,  অ্যাসেম্বলি ধর্নার জায়গায় বাজিয়েছেন। আগরতলার বাইরে থেকেও সাংবাদিকরা এসেছেন।

সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে এরকম সাংবাদিক আন্দোলন রাজ্যে ইদানিংকালে হয়নি।