‘১০৩২৩’ শিক্ষকরা আমরন অনশন করার সিদ্ধান্ত নিয়েছেন।
‘১০৩২৩’ বলে পরিচিত শিক্ষকদের একটি সংগঠন জাস্টিস ফর ‘টেন থাউস্যান্ড থ্রি হানড্রেড টুয়েন্টি থ্রি’ টিচার্স সিদ্ধান্ত নিয়েছে, যদি ৩ নভেম্বরের পর তাদের চাকরির নিশ্চয়তা সরকার না দেয়, তবে ১০ নভেম্বর থেকে তারা আমরন অনশন করবেন।
এই সংগঠনের ডাকে ২৩ সেপ্টম্বর ত্রিপুরার মহাকরণ অভিযানে গিয়েছিলেন। সেদিন তাদের লাঠি দেয় পুলিশ , জল কামানও চলে। সন্ধ্যায় শিক্ষামন্ত্রী রতনলাল নাথ’র সাথে শিক্ষক প্রতিনিধিরা দেখা করেন। কথা হয়, মুখ্যমন্ত্রীর সাথে তাদের কথা হবে। সেই অনুযায়ী এ মাসের ৩ অক্টোবর মুখ্যমন্ত্রী বিপ্লব দেব’র সাথে দেখা করেন এই শিক্ষকদের তিনটি সংগঠনের প্রতিনিধিরা। তারা বাইরে এসে বলেন যে মুখ্যমন্ত্রী তাদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন।
জাস্টিস ফর ‘টেন থাউস্যান্ড থ্রি হানড্রেড টুয়েন্টি থ্রি’ টিচার্স’র কনভেনার প্রশান্ত দেববর্মা বলেছেন, তারা সেই প্রতিশ্রুতি দেয়ার একমাস পর্যন্ত অপেক্ষা করবেন, মানে ৩ নভেম্বর পর্যন্ত। তারপর আমরন অনশন-এ যাবেন।
এই সংগঠন আজ তাদের রাজ্য সম্মেলন করেছে।
এই শিক্ষকদের আরেকটি সংগঠন ‘আমরা ১০৩২৩’ উত্তর ত্রিপুরায় তাদের সম্মেলন করেছে। এক মৃত শিক্ষকের বাড়িতেও তারা গেছেন।
COMMENTS