প্ৰথম খবর

ইনস্টিটিউট অব এডভান্সড স্টাডিজ ইন এজুকেসন-এ এমএড কোর্স পড়ানোর অনুমতি তুলে নিল এনসিটিই।

By Master

October 03, 2020

ত্রিপুরার সরকারি প্রতিষ্ঠানে বন্ধ হয়ে যাচ্ছে এমএড কোর্স !

আগরতলার ইনিস্টিটিউট অব এডভান্সড স্টাডিজ ইন এজুকেসনকে দেয়া এমএড কোর্স পড়ানোর অনুমতি তুলে নিয়েছে ন্যাসনাল কাউন্সিল ফর টিচার এজুকেসন’র ইস্টার্ন রিজন্যাল কমিটি। ইনস্টিটিউটটি কুঞ্জবনে।

২০০১-০২ শিক্ষাবর্ষে এই প্রতিষ্ঠানে পঞ্চাশজনকে এমএম কোর্সে পড়ানোর অনুমতি প্রথমবার দেয়া হয়েছিল।

২১০৮ সালের ২০ এপ্রিল ইআরসি একটি শোকজ নোটিশ ইস্যু করে ইনিস্টিটিউট অব এডভান্সড স্টাডিজ ইন এজুকেসন’র নামে। তাতে পাঁচটি বিষয় জানতে চাওয়া হয়েছিল, ফ্যাকাল্টি লিস্ট এবং তাদের কাগজপত্র, নতুন ভবনের জন্য বিল্ডিং প্ল্যান পাস করানো হয়েছে কিনা, নতুন ভবনের কাজ শেষ হবার শংসাপত্র মিলেছে কিনা, ওয়েবসাইট আপডেট করার বিষয়, এবং কলেজের ফান্ডের বিষয়ে। প্রথম শোকজ নোটিশের কোন জবাব দেয়া হয়নি। ২০১৯ সালের ১৮ মে আরও একটি নোটিশ ধরায় ইআরসি। এই নোটিশেরও জবাব দেয়া হয়নি। ইআরসি শেষ পর্যন্ত কুঞ্জবনের ইনিস্টিটিউট অব এডভান্সড স্টাডিজ ইন এজুকেসন-এ এমএড কোর্স পড়ানোর অনুমতি তুলে নিয়েছে। কলেজের কিছু পড়ুয়া শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেসন দিয়েছেন কোর্স চালুর ব্যাপারে।

ইনিস্টিটিউট অব এডভান্সড স্টাডিজ ইন এজুকেসন ইচ্ছা করলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করতে পারে।