দিল্লির নিজামুদ্দিনের তবলিগ জামাত জমায়েত করোনা ভাইরাস ছড়িয়ে দিয়েছেন বলে যে প্রচার মিডিয়া করেছে, তাকে সাম্প্রদায়িক রূপ দিয়ে খবর করেছে, এই অভিযোগ এনে কড়া ব্যবস্থা নেয়ার আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে সারবত্তাহীন হলফনামা দিয়েছ কেন্দ্র।
সুপ্রিম কোর্ট কেন্দ্রের জবাবে অসন্তুষ্ট ভীষণরকম।
প্রধানবিচারপতি এস এ বোবদে, বিচারপতি এএস বোপান্না, এবং ভি রামসুব্রহ্মনিয়ম’র বেঞ্চ পর্যবেক্ষণে নিয়েছে যে হলফনামায় খারপ রিপোর্টিং’র ব্যাপারে বিষয়াদি পর্যন্ত নজরে নেয়নি।
” মিঃ মেহতা, আপনাকে অবশ্যই বলা উচিৎ, এই মামলায় যেভাবে আদালতকে ব্যবহার করেছেন, সেভাবে আপনি তা করতে পারেন না। একজন জুনিয়র অফিসার এই হলফনামা দিয়েছেন। এটা একেবারে আবছা, খারাপ রিপোর্টিং’র বিষয় উল্লেখ পর্যন্ত করা হয়নি। কী করে বলছেন, তেমন কিছু নেই?”
তারপর সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছেন, নতুন হলফনামা দেয়া হবে, তিনি নিজে দেখবেন সেটি।
হলফনামাটিতে তীব্র আপত্তি জানিয়েছেন প্রধান বিচারপতি। বিভাগীয় সচিব যেন হলফনামা দেন, এবং আগেও এমন আরও যা হয়েছে, সেগুলিও তিনি জানতে চেয়েছেন।
ক্যাবল টিভি নেটওয়ার্ক আইন নিয়েও কথা হয়েছে।
আইনজীবী দুষ্যন্ত দাবে উল্লেখ করেন, হলনামা পড়ে মনে হচ্ছে, এই আবেদন সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে গলা টিপে ধরতে চাইছে।
প্রধান বিচারপতি বলেন, ” আপনাদের মত, তারাও যেকোনও কিছুই বলতে পারেন। বাক স্বাধীনতা সাম্প্রতিককালে সবচেয়ে বেশি অপপ্রয়োগ হওয়া একটি অধিকার।”
( আইএএনএস ইনপুট )