শনিবারে অরুণ কুমার দাস দুর্ঘটনার পর গণধোলাইয়ের শিকার হন। হাসপাতালে আজ মারা যান। তার দেহ নিয়ে পথ অবরোধ করেন এলাকার মানুষ। পুলিশ বীরেন্দ্র সূত্রধর এবং উত্তম দাস, এই দুইজনকে গ্রেফতার করেছে। শনিবারে ঘটনা হলেও পুলিশ এতদিন বিশেষ কিছুই করেনি বলে অভিযোগ।
ঘটনা, ত্রিপুরার রাজধানী আগরতলার বড়জলা এলাকায়। এখন অবরোধ উঠেছে।
সেই এলাকার বিধায়ক ডাঃ দিলীপ দাস বলেছেন, এটা বর্বর ঘটনা। যারা এমন করেছে, তারা সভ্য সমাজের উপযোগী নয়।
‘মার্ডার’ ছাড়া এটাকে তিনি কিছু বলছেন না।
তবে ‘মব লিঞ্চিং’ শব্দে তার আপত্তি আছে। ‘ এটা ইদানিংকালের একটি শব্দ, আমি এটাকে লিঞ্চিং-এ ফেলি না,” বলেছেন তিনি।
অরুণ কুমার দাস সাইকেল নিয়ে একজনের ওপর পড়ে গিয়েছিলেন। একটি শিশুও মাটিতে পড়ে যায়। সেখানে তাকে কাঠের-ফাইল দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ।
বিধায়ক বলেছেন, শিশুটির আঘাত লাগেনি।