কাজ হারানো পর ৭৬!

কাজ হারানো পর ৭৬!

১০৩২৩’ শিক্ষকদের আরও একজন মআরা গেছেন গতরাতে। এই নিয়ে ৭৬ জন কাজ হারানোর পর মারা গেলেন। গ্র‍্যাজুয়েট টিচার জনার্ধন নন্দী(৫১), বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন। মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন। পশ্চিম ত্রিপুরা জেলার জিরানীয়ার কেপরাম পাড়ায় থাকতেন। শ মা এখনো বর্তমান। তিনিই পরিবারে একমাত্র উপার্জন করছিলেন। ভাঙাচোরা মাটির ঘরের দাওয়ায় বসে ছেলের শোকে কাঁদছিলেন বাবা মা।

১০৩২৩’ শিক্ষকদের আরও একজন মআরা গেছেন গতরাতে। এই নিয়ে ৭৬ জন কাজ হারানোর পর মারা গেলেন।
গ্র‍্যাজুয়েট টিচার জনার্ধন নন্দী(৫১), বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন। মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন। পশ্চিম ত্রিপুরা জেলার জিরানীয়ার কেপরাম পাড়ায় থাকতেন। শ মা এখনো বর্তমান। তিনিই পরিবারে একমাত্র উপার্জন করছিলেন। ভাঙাচোরা মাটির ঘরের দাওয়ায় বসে ছেলের শোকে কাঁদছিলেন বাবা মা।

COMMENTS