দুর্গাপূজার আগে ত্রিপুরার রাজধানী থেকে বেশ কয়েকদিন যাত্রী গাড়ি চলেনি। আবারও দুইদিন গাড়ি বন্ধ থাকছে আগরতলারই চন্দ্রপুর মোটরস্ট্যাণ্ড থেকে। প্রাইভেট গাড়ি স্ট্যান্ডের সামনেই যাত্রী নেয়, যাত্রী গাড়ির অভিযোগ। পরিবহন দফতরকে জানিয়ে কোনও লাভ হয়নি, তাদের দাবি।
দুর্গাপূজার আগে যাত্রীরা কয়েকদিন নাকাল হওয়ার পর, শাসকপন্থী সংগঠন ডেপুটেশন দেয়। সেদিন পরিবহন মন্ত্রী সাংবাদিকদের বলেন, ভাড়া বাড়ানো হয়নি, বেশি ভাড়া নেয়া যাবে না, ইত্যাদি। তবে কয়েকদিন গাড়ি বন্ধ থাকার, যাত্রীদের অসুবিধার দায় স্বীকার কিংবা আরও তেমন না হওয়ার আশ্বাস তখন ছিল না।
ত্রিপুরায় আন্দোলন না করাকেই এখন উৎসাহ দেয়া হয়। বিরোধীদের মিছিল, ইত্যাদি পুলিশ আটকে দেয়।