আটদিন পর কাঞ্চণপুরে বনধ উঠল। সকালে ঘোষনা দেয় জয়েন্ট মুভমেন্ট কমিটি।তবে সেটা নাকি ‘আপাতত’। বনধের জেরে প্রাণ গেছে দু’জনের। একজন সরকারি কর্মচারী, গণপিটুনিতে, আরেকজন বনধকারী, পুলিশের গুলিতে। বহুদিন ধরেই ঝামেলা চলছে। প্রশাসন ব্যর্থ হয়েছে আগামা ব্যবস্থা নিয়ে লাগাতর বনধের পরিস্থিতি এড়াতে। জয়েন্ট মুভমেন্ট কমিটি, ২৩ বছর ধরে থাকা মিজোরাম থেকে আসা রিয়াঙদের পাঁচশ পরিবারের বেশি কাঞ্চণপুরে থাকতে দিতে চায় না। একাংশ বাঙালি এবং মিজো মানুষের সংগঠন জয়েন্ট মুভমেন্ট কমিটি। সরকারি কর্মচারিকে পিটিয়ে মারার ঘটনায় এখনও গ্রেফতারের খবর নেই।