প্ৰথম খবর

উদয়পুরের এরশাদ গ্রেফতার

By thepongkor

November 30, 2020

ত্রিপুরার  গোমতী জেলায় এক নাবালিকাকে অপহরন করে অত্যাচার করার অভিযোগ ছিল এক মোটর শ্রমিকের বিরুদ্ধে। মেলাঘর থেকে শনিবার গভীর রাতে তাকে গ্রেফতার করেছে গোমতী জেলার পুলিশ। এরশাদ মিঞা, আসামীর নাম। প্রায় মাস খানেক পর পুলিশ তাকে গ্রেফতার করতে পেরেছে। তার আগে বেশ কয়েকবার অভিযান চালিয়েও ধরতে পারেনি।

তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

এই বিষয়টিকে কেন্দ্র করে উগ্র হিন্দুত্ববাদীরা উদয়পুরে জাতীয় সড়কের ওপর একটি ব্রীজ বেদখল করে রেখেছিল বেশ কয়েক ঘন্টা দিন দুই আগে।  তারা বিষয়টিতে ‘লাভ জেহাদ’ নামের জিনিস জুড়ে দিয়ে জিগির তুলেছেন।’লাভ-জিহাদ’ আইনও চেয়েছেন।

কয়েকদিন আগে আগরতলায় আদালত চত্বরে ভিন্ন ধর্মের  দুই প্রাপ্ত বয়স্কের বিষয়ে হুজ্জতি পাকিয়ে ছিল। আইনজীবীকে হেনস্তা করা হয়। পুলিশের ভূমিকা নিয়ে আইনজীবীরা ক্ষোভ জানিয়ে ছিলেন।

ত্রিপুরায় এসব জিনিস নতুন আমদানি হচ্ছে।

 

এই কয়েকদিনেই দুই মহিলাকে খুঁটিতে বেঁধে প্রকাশ্যে মারধর করা হয়েছে। রাজ্যে নারীদের ওপর অত্যাচারের ঘটনা প্রায়ই খবরে আসছে। খুন, ধর্ষণ, পনের জন্য অত্যাচার, ইত্যাদি অভিযোগ। সে সব ক্ষেত্রে অবশ্য ‘লাভ-জিহাদ’ নিয়ে উৎসাহীদের ‘আন্দোলন’ করতে দেখা যায়নি।