ত্রিপুরায় পুলিশের গাড়ি ভাঙলেন গাঁজা চাষীরা। সিপাহিজলা জেলার মধুপুর থানার কৈয়াডেপায় সকালে এই ঘটনা। গাঁজা কাটতে গিয়েছিলেন পুলিশ। আক্রান্ত হন দুই পুলিশ কর্মী,এবং ভাঙচুর হয় দুই গাড়ি। শুভঙ্কর ও শঙ্কর দেবনাথকে আটক করেছে পুলিশ।
নেশা-মুক্ত-ত্রিপুরা ‘স্লোগান’ আছে, গাঁজা চাষ আছে!